নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায় চৈতন্য মণ্ডল নামে এক জনের বাড়িতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ১২ কোটি টাকা।
পুলিশ মারফত জানা যায়, গোপন সূত্রে পুলিশ অভিযান চালিয়ে চৈতন্যর শোওয়ার ঘর থেকে সাড়ে ১১ কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। আর সীতেশ মণ্ডল নামে ওই চক্রের এক জন পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। সীতেশ জেরায় স্বীকার করেছেন, “কয়েক মিলে ওই মাদকচক্র চালাচ্ছিল। ওই চক্রে আরো কয়েক জন জড়িত।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু তল্লাশির আগে ওই অভিযুক্তরা চম্পট দিয়েছে। তবে কালিয়াচকে মাদকচক্রের অভিযোগ নতুন নয়। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই প্রসঙ্গে জানান, ‘‘মাদক কারবার নির্মূল করতে জেলা জুড়ে অভিযান চলছে। তাই এই সাফল্য। অভিযুক্তকে জেরা করে এই চক্রের শিকড় খোঁজার চেষ্টা চলছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code