অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ করণদিঘী থানার পুলিশ উত্তর দিনাজপুরের করণদিঘী থানার রসাখোয়া শিলিগুড়ি মোড় থেকে এক কিলোমিটার দূরে ঢাটিপারা এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়ো জালিয়াতি হদিশ পেলো।
https://www.youtube.com/watch?v=8HpZzIAtqtc
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই রসাখোয়াতে একটি কারখানায় নকল মদ তৈরীর কারবার চলতো। অভিযান চালিয়ে রসাখোয়ার ঢাটিপারাতে অনুমানিক ৯৫ টি কার্টুন ভর্তি জাল বিদেশী মদ ও প্রচুর পরিমাণে মদের খালি বোতল, বোতলের লেবেল, কেপ সহ দু’টি কাঁচা ইস্পিড ভর্তি ড্রাম উদ্ধার করা হয়। অনুমানিক ৫ লক্ষ টাকার সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাড়ির মালিক অনুপ মন্ডল এবং কারখানা মালিক রঞ্জিত বিশ্বাস দু’জনেই পলাতক।
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া জানা গিয়েছে, করণদিঘী থানার বেশ কিছু এলাকায় মদ তৈরীর ঠেক গজে উঠেছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও করণদিঘী থানার পুলিশ অভিযুক্তদের খোঁজ করার পাশাপাশি পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।