নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া পুরসভা এলাকায় আগামী ১৮ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। আজ পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘শনিবার দুপুরবেলা ১২টা থেকে রবিবার সকালবেলা ৬টা অবধি হাওড়া পুরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে।’
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মপুকুরে জলের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ায় জরুরী ভিত্তিতে তা মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। শনিবার তা মেরামতি করা হবে। এই কারণেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পানীয় জলের সরবরাহ বন্ধ থাকলেও সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী জানান, “যে সব জায়গায় জলের জন্য সমস্যা হবে, সেখানে জলের বিকল্প ব্যবস্থা করা হবে। জলের গাড়ি পাঠানো হবে। তবে আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন করা হয়েছে। যাতে পুর এলাকার মানুষ ঘরে জল মজুত করে রাখতে পারেন। রবিবার সকালবেলা যাতে জল সরবরাহ চালু করা যায়, তার জন্য যথাযথ চেষ্টা করা হবে।”