চয়ন রায়ঃ কলকাতাঃ আগামীকাল সকালবেলা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পৌরসভার পানীয় জল পরিষেবা বন্ধ থাকছে। সকালবেলা ৯ টার পর থেকে আর জল পাওয়া যাবে না। মূলত জোকা, কসবা, বেহালা, টালিগঞ্জ, বজবজ, যাদবপুর, গার্ডেনরিচ ও মহেশতলা এলাকায় জল পরিষেবা বন্ধ থাকবে।
পৌরসভা সূত্রে খবর, গার্ডেনরিচ জল প্রকল্পে বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে কাজ হবে। পাইপলাইনে ভালভ এবং মেরামতির কাজ করা হবে। এর ফলে এই সাময়িক শাটডাউন থাকছে। যার কারণে কসবা, গড়ফা, চেতলা, পর্ণশ্রী, বেহালা, সিরিটি, কালীঘাট, গল্ফগ্রিন, দাসপাড়া, রানিকুঠি, লায়েলকা, বাঁশদ্রোনী, সেন পল্লী, প্রফুল্ল পার্ক, মেটিয়াবুরুজ এবং শকুন্তলা পার্কের মতো এলাকাগুলিতে সবথেকে বেশী প্রভাব পড়তে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি কলকাতা পুরসভার আট, নয়, দশ, এগারো, তেরো, চোদ্দ, পনেরো ও ষোলো নম্বর বরো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকছে। আর বারো নম্বর বরোতে আংশিকভাবে বন্ধ থাকছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা বন্ধের কথা জানিয়ে দিয়েছে। যদিও এই ভোগান্তি বেশীক্ষণ স্থায়ী হবে না। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here