অবৈধ জমি সহ দোকান ভেঙে তৈরী হচ্ছে নিকাশি ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ অবৈধ নির্মান ও সরকারী জমি দখলকারীর দখল মুক্ত করতে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন।
যারা শিলিগুড়ি শহরের সরকারী জমি দখল করে বসবাস করছিল আজ তাদের উচ্ছেদ করার পাশাপাশি যারা অবৈধ ভাবে ড্রেন এবং নিকাশি ব্যবস্থার উপর দোকান করে রেখেছিল তা ভেঙ্গে দেওয়া হয়।
রঞ্জন সরকার বলেন, “শিলিগুড়ির বেশ কিছু জায়গা রয়েছে যা বর্ষাকালে প্লাবিত হয়। বিগত বোর্ডকে বারবার বলা সত্ত্বেও ভোট ব্যাঙ্কের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি৷ কিন্তুু শিলিগুড়িবাসীর অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসক মন্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে বর্ষার সময় নয় তার আগেই নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে সেই কারণে এই অভিযান চালানো হচ্ছে। এছাড়া ড্রেনের উপর দোকান ঘর করার জন্য পুরকর্মীরা পরিষ্কার করতে পারছিল না ফলে বর্ষায় জল জমে যেত। এলাকা প্লাবিত হতো। তাই বর্ষার আগে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে”৷