‘অর্পিতাকে তেমনভাবে চেনেনই না,’ জানান পার্থ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্য়ায়ের মুখোমুখি বসিয়ে জেরা করেন। জেরাতেই জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কি এনাকে চেনেন?’ পার্থ চট্টোপাধ্যায় জবাবে জানান, ‘না, তেমনভাবে চিনি না।’

তখন ইডি তখন জানতে চায়, ‘তাহলে চেনেনে কিভাবে?’ উত্তরে তিনি বলেন, ‘মাঝে মাঝে দেখেছি। অনেকেই আসত।’ ইডির পরের প্রশ্ন, ‘উনি আপনার খুব ক্লোজ?’ পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘না। নাকতলার পুজোর সময় দেখেছি।’ এরপর জিজ্ঞাসা করা হয়, ‘ওনার বাড়িতে অনেক টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’ তখন পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ‘শুনেছি।’


তখন ইডি সরাসরি জানতে চায় যে, ‘এটা কি আপনার টাকা?’ এবারও তিনি বলে দেন, ‘একদমই না।’ ইডি তখন জানতে চায়, ‘তাহলে কার টাকা?’ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘জানি না।’ এই গোটা জেরা প্রক্রিয়াটাই ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ইডির অভিযোগ, পার্থ চট্টোপাধ্য়ায় তথ্যগোপন করার চেষ্টা করছেন। তথ্যপ্রমাণ এক কথা বলছে। আর তিনি অন্য কথা বলছেন।


প্রসঙ্গত, এর আগে অর্পিতা জেরায় দাবী করে যে, ওই টাকার সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা ঢোকানো হত। পার্থ চট্টোপাধ্য়ায়ের লোকেরাই এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। অন্যদিকে ইএসআই জোকা হাসপাতালে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্য়ায় দাবী করেছিলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930