চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই কালীঘাট থানার সামনে থেকে অস্ত্র সহ এক জন যুবক ধরা পড়তেই চাঞ্চল্য ছড়ায়। যুবকের কাছ থেকে একটি এয়ার গান উদ্ধার হয়েছে। তৎক্ষণাৎ কালীঘাট থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, ওই যুবকের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়। বাবার নাম নীহারঞ্জন চট্টোপাধ্যায়। তিনি সল্টলেকেরই বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কালীঘাট থানার আশপাশেই দেবাঞ্জন ইতঃস্তত ঘোরাফেরা করছিলেন। সন্দেহজনক লাগায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালিয়ে দেবাঞ্জনের ব্যাগ থেকে এয়ারগান উদ্ধার হওয়ায় সন্দেহ বাড়তে থাকে। এরপর কালীঘাট থানার পুলিশ দেবাঞ্জনকে এয়ার গান নিয়ে ঘোরার কারণ জানতে চাইলে দেবাঞ্জন জানান, “তিনি পেশায় একজন শিক্ষক। ডন বস্কো স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সাথেও যুক্ত। ওই কারণেই ব্যাগে এয়ার গান রাখা ছিল।”
তবে পরে পুলিশ দেবাঞ্জনকে ছেড়ে দেন। প্রসঙ্গত, ২০২৩ সালে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা থেকে অস্ত্র সহ এক জন যুবক পুলিশের হাতে ধরা পড়ে। তারপর ওই যুবককে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেদিন যে সময়ে ওই যুবককে ধরা হয়, তখন মুখ্যমন্ত্রী নিজের ঘরেই ছিলেন। ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে কিছুক্ষণের মধ্যেই যোগ দেওয়ার কথা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর তার আগেই ওই যুবক বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তারও আগে কয়েক বছর আগে এক জন যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে গিয়েছিল। পরে ওই যুবকের পরিবারে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারেন যে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।