নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ শুনেই তাজ্জব। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাথানি এলাকায় ‘যমুনা ডায়াগনস্টিক প্যাথলজি অ্যান্ড পলিক্লিনিক’ সেন্টারে রোগী পাঠালে ফ্রিজ, স্মার্টফোন, ইলেকট্রিক স্কুটার থেকে বিনামূল্যে ভ্রমণের সুযোগ সহ অন্যান্য পরিষেবা ও উপহার রয়েছে। ডায়াগনস্টিক সেন্টারটি রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে। এবার ওই সেন্টার জেলা স্বাস্থ্য দপ্তরের নজরে।

ওই ডায়গনস্টিক সেন্টারটি চিকিৎসকদের পরিষেবায় একাধিক উপহারের বিজ্ঞাপন দিয়ে প্রচার চালানোর জেরে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ উঠেছে। বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘বছরে পঁচিশ হাজার টাকার ব্যবসা দিলে ভ্রমণের সুযোগ, পঞ্চাশ হাজার টাকার ব্যবসা দিলে স্মার্টফোন, এক লক্ষ টাকার ব্যবসা দিলে ফাইভ স্টার ফ্রিজ, দু’লক্ষ টাকার ব্যবসা দিলে ইলেকট্রিক স্কুটার। তবে, কত টাকার ব্যবসা দিচ্ছেন বা কতজন রোগীকে পাঠাচ্ছেন সেই হিসেব চিকিৎসককেই রাখতে হবে।’

দীর্ঘদিন ধরে ওই সেন্টারটি সম্পূর্ণ বেআইনীভাবে এমনই বিজ্ঞাপনী প্রচার চালিয়ে ব্যবসা করছিল বলে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জমা পড়েছে। এরপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই সংস্থাকে কড়া চিঠি পাঠানো হয়। রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ধরণের ব্যবসা করলে বা অবিলম্বে এই ধরণের বেআইনী কাজ বন্ধ না করলে, স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী এই প্রসঙ্গে জানান, ‘‘ওই সেন্টারকে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি তদন্ত করে দেখবে। স্বাস্থ্য নিয়ে এই ধরণের ব্যবসা বরদাস্ত করা হবে না।’’ পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবং-পিংলা শাখার সম্পাদক অরুণ সাঁতরা বলেন, ‘‘ওই সেন্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এতদিন সঠিক অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছিল। সম্প্রতি নাকি অনুমোদন মিলেছে। স্বাস্থ্য দপ্তরকে এইসব ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।’’










