নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বেলুড়ের জগন্নাথ ঘাট থেকে উদ্ধার এক জন চিকিৎসকের দেহ। আর ঘাটের কাছে চটি ও স্কুটার পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু ওই চিকিৎসকের এক জন বন্ধুর সন্ধান পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা থেকে বেলুড়ের লালাবাবু সায়র রোডের বাসিন্দা রোহন কুমার এবং সৌরভ সাহারায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন এলাকায় চিকিৎসকের চিহ্ন দেওয়া একটি স্কুটার পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। এর কিছু পরেই সৌরভের মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Sponsored Ads
Display Your Ads Here
তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌরভ পেশায় চিকিৎসক। রোহন ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছেন। দু’জনেই ছোটবেলার বন্ধু। সৌরভ আগে হাওড়ায় থাকলেও বর্তমানে চিকিৎসক মা-বাবাকে নিয়ে কার্শিয়াংয়ের থাকেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে এদিন এখানে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
সুপ্রিয়া সাহা নামে সৌরভের এক আত্মীয়া জানান, ‘‘সৌরভ সাঁতার জানত না। তাই গঙ্গায় স্নান করতে নামার প্রশ্নই ওঠে না, তাও আবার রাতের বেলায়। এছাড়া ফ্ল্যাটে এসি চলছিল ও লাইট জ্বলছিল। দরজাও ভেজানো ছিল। তাই বিষয়টি ভাববার।’’
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন ডুবুরির মাধ্যমে গঙ্গায় তল্লাশি চালালেও রোহনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই রোহন পালিয়ে যেতে পারেন, এমন সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছেন না। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। আর তার উপর ভিত্তি করে তদন্ত এগোবে।