অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা ৮টা ৩০ মিনিট নাগাদ জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, ‘‘আমরা এই ঘড়ি নিয়ে এসেছি। প্রতি মিনিট, ঘণ্টার হিসাব হবে। তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় যদি সরকার আমাদের দাবী না মানে, তবে আমরা জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করব।’’ গতকাল রাতেরবেলা থেকে জুনিয়র চিকিৎসকরা মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন। তাই ওই কর্মসূচীর জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল।
শনিবার সকালবেলা লালবাজার পুলসেই ইমেলের জবাব দিয়েছে। স্পষ্ট ভাবে জানানো হয়, ‘‘পুজোর আগে এই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশী থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচী চললে সাধারণ মানুষের সমস্যা হবে। আর ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই চিকিৎসকদের কর্মসূচীতে অনুমতি দেওয়া যাচ্ছে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের ছ’জন অনশনে বসছেন। জুনিয়র চিকিৎসকরা জানান, ‘‘দাবী পূরণ না হলে বা মৃত্যু না হলে অনশন চলবে। যারা অনশনে বসছেন, তারা নিজেদের উপর আত্মবিশ্বাসী। তবে তাদের কিছু হলে রাজ্য সরকারের দায়। আপতত আজকে যাঁরা অনশনে বসছেন, তাতে আর জি কর হাসপাতালের কেউ নেই।’’
Sponsored Ads
Display Your Ads Here