নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ ভোরবেলা পশ্চিম মেদিনীপুরের নন্দাইগাজিন স্টেশনের কাছাকাছি জায়গায় লাইনচ্যুত হলো হাওড়া-খড়গপুর শাখার একটি মালগাড়ি। এই ঘটনায় মালগাড়ির একটি কামরাও খুলে বেরিয়ে যায়। এর জেরে পাঁশকুড়া সহ একাধিক স্টেশনে বহু ট্রেন দাঁড়িয়ে পড়েছে।
আপ-ডাউন লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। রেল সূত্রে খবর, মেছেদা থেকেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর প্রায় দুই কিলোমিটার রাস্তা চাকা ঘষড়ে ঘষড়ে গিয়েছে। তারপরই এই ঘটনা ঘটে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মাল গাড়িটিকে রেল ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু করেছে। ফলে ট্রেন চলাচলে সমস্যাও তৈরী হয়েছে।
এদিন ছ’টি আপ ও আটটি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হলো ৩৮৪০৩, ৩৮৪০৫, ৩৮৪০৯ এবং ৩৮৪১১ হাওড়া-পাঁশকুড়া লোকাল ও ৩৮৭০৩ এবং ৩৮৭০৫ হাওড়া-খড়গপুর লোকাল। এছাড়া ডাউন লাইনে ৩৮৩০৬ মেচেদা হাওড়া-লোকাল, ৩৮৪১২, ৩৮৪১৮, ৩৮৪২২ ও ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া লোকাল, ৩৮৭০৬ এবং ৩৮৭০৮ খড়গপুর-হাওড়া লোকাল ও ৩৮৭১৪ হাওড়া-খড়গপুর লোকাল বাতিল হয়েছে।