নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন। চারিদিক একেবারে অস্পষ্ট। তাতে রেল ও বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। কুয়াশার প্রভাবে দিঘা, আমতা, শালিমার, পাঁশকুড়া, সাঁতরাগাছি সহ দক্ষিণ-পূর্ব রেল ডিভিশনের একাধিক শাখায় দৃশ্যমানতা কমে গিয়েছে। যে কারণে কোথাও দু ঘণ্টা, কোথায় তিন ঘণ্টা করে ট্রেন দেরীতে চলছে।
দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের পাশাপাশি পূর্ব রেল ডিভিশনে এবং ট্রেনের গতি যথেষ্ট নিয়ন্ত্রিত। হাওড়া ও শিয়ালদহ দিয়ে যে লোকাল এবং দূরপাল্লার ট্রেন ছাড়ছে, তার গতিবেগ নির্দিষ্ট সীমার অনেকটাই নীচেই থাকছে। পূর্ব রেল সূত্রে খবর, এতোটাই খারাপ অবস্থা যে, লাইনের উপরে পাঁচশো মিটার দূরে কি রয়েছে তা চালকরা দেখতে পারছেন না। ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে হচ্ছে। আর গড়ে এক থেকে দেড় ঘণ্টা দেরীতে চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি, সকালবেলা থেকেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর ঘন কুয়াশার চাদরে ঢেকেছে। সকালবেলা ৭টায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটার থাকায় অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাটের ব্যবহার করা হচ্ছে। আবার ঘন কুয়াশা কারণবশত বেশ কিছু বিমান মাঝ আকাশে চক্কর কাটছে।
Sponsored Ads
Display Your Ads Here