নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ গত মঙ্গলবার রাত থেকেই সমগ্র জেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়। এর জেরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ কালিম্পংয়ের ২৯ মাইল এলাকায় ধস নেমে গেল ধস। তাই রাস্তা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। যাতায়াত ব্যবস্থাও স্থগিত হয়ে যায়।
স্থানীয় থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। ধস কেটে রাস্তা মেরামতির কাজ শুরু হয়। গতকাল সারা রাত রাস্তা বন্ধ ছিল। বর্তমানে একমুখী যান চলাচল করছে। এলাকায় বারংবার ধস নামার কারণে প্রশাসনের পক্ষ থেকে সর্বদা ধস সরানোর জন্য বিশেষ মেশিন রাখার ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অনেকদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। যেই কারণে মাঝের মধ্যেই ধস নামছে। বিশেষ করে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলের রাস্তাটি ভীষণই ধসপ্রবণ। এর আগেও সম্প্রতি ওই রাস্তায় ধস নামার ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে বিঘ্ন ঘটেছিল।
Sponsored Ads
Display Your Ads Here