নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির নেতা-কর্মীরা শাসকদলে যোগ দিয়েছেন। কিন্তু এবার কোচবিহারে উলটপুরাণ! গোষ্ঠীকোন্দলে জর্জরিত কোচবিহারে তৃণমূলে বড়োসড়ো ভাঙন ধরেছে।
গতকাল তৃণমূলের প্রাক্তন দিনহাটা শহর ব্লক সভাপতি জয়দীপ ঘোষ বিজেপিতে যোগদান করলেন। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত জয়দীপের সঙ্গে শাসকদলের প্রায় ৫০০ জন কর্মীও দলবদল করেছেন। কিন্তু জয়দীপবাবুর দলত্যাগকে উদয়ন গুহ কোনো গুরুত্ব দেননি।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, গত বিধানসভা নির্বাচনের আগে থেকে তাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরী হয়। যা বিরোধে পরিণত হয়। এর পাশাপাশি জয়দীপবাবুর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সাথে ঘনিষ্ঠতা বাড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন জয়দীপবাবু জানান, ‘‘তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীকোন্দল চলছে তাতে আমাদের মতো সাধারণ কর্মীদের দমবন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরী হয়েছিল। কোন গোষ্ঠীর পাশে থাকব আর কোন গোষ্ঠীর সাথে থাকব না তা বুঝে উঠতে পারছিলাম না। জেলার নেতারা যে ভাষায় একে অপরকে আক্রমণ করছেন তাতে আমাদের পক্ষে পরিস্থিতি কঠিন হয়ে উঠছিল।’’
Sponsored Ads
Display Your Ads Here
দলবদলের ব্যাখ্যা দিতে গিয়ে অভিযোগ করেন যে, ‘‘উদয়ন গুহ দিনহাটায় সন্ত্রাস করছেন গত উপনির্বাচন ও পুরসভা নির্বাচনে যে ভাবে সন্ত্রাস হয়েছে, এটা তার বিরুদ্ধে লড়াই। ভারতীয় জনতা পার্টি দিনহাটায় শান্তি ফেরাতে পারে। তাই দিনহাটায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা।’’
এরপর তাঁর হাতে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় দলীয় পতাকা তুলে দিয়ে জেলা বিজেপির কার্যালয়ে দাঁড়িয়ে বলেন, ‘‘বেশ কিছু দিন ধরেই জয়দীপ ঘোষের সাথে আলোচনা হচ্ছিল। জয়দীপ সহ ৫০০ জম তৃণমূলকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।
জেলার বহু জায়গা থেকে অনেকেই বিজেপিতে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন। ৬ ই মে’র পর থেকে লাগাতার যোগদান কর্মসূচী চলবে।’’ যদিও উদয়ন গুহ বলেন, ‘‘এই ধরনের বহু জয়দীপ ঘোষ হয়েছে। প্রত্যেকের সব কথার উত্তর দিতে গেলে দিন পেরিয়ে যাবে।’’