ফের নব উদ্যোগে মাঠে নামছেন দিলীপ ঘোষ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ সল্টলেকে চারিদিকে শুধুই একটাই রব ‘দিলীপদা দিলীপদা’। চলছে জোরকদমে শ্লোগান। বিজেপি পার্টি অফিসের সামনে কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কখন বিজেপি নেতা দিলীপ ঘোষ পার্টি অফিস থেকে বের হবেন। রাজনীতির অলিগলিতে বারেবারে জল্পনা চলছিল দলের থেকে কি দূরত্ব বাড়ছে তাঁর? মঙ্গলবার হল যেন সব অবসান। বিজেপি নেতা পরিষ্কার জানালেন, পুরনো সমস্ত কর্মীরা মিলে একযোগে কাজ করবেন।

এ দিন, বিজেপি-র সভাপতিত্ব গ্রহণের পর শমীক ভট্টাচার্যের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ হল তাঁর। শমীক বিজেপি-র অনেক পুরনো নেতা। দিলীপেরও সিনিয়র। একসঙ্গে রাজনীতি করেছেন দু’জন। যে সময় বারবার খবরে রটছে দলের সঙ্গে দিলীপের দূরত্ব নিয়ে, শমীক রাজ্য সভাপতি হতেই তা যেন মিলিয়ে গেল। অন্তত এ দিনের ছবি সেই কথাই বলল।

একটি সোফায় পাশাপাশি বসে দলের দুই পুরনো নেতা কাটালেন কিছু সময়। কথা বললেন একে অপরের সঙ্গে। আর বেরিয়ে দিলীপ সাংবাদিকদের বললেন, “আমি বলেছি, আমি নয় সমস্ত পুরনো কর্মী আপনার সঙ্গে আছে। সমস্ত পুরনো কর্মী নবান্নে পৌঁছবে। সব পুরনো কর্মীরা সকলে মিলে আপনার নেতৃত্বে লড়াই করব।” বারবার জোর দিলেন ‘পুরনো কর্মী’ শব্দের উপর।


আজ দিলীপের সঙ্গে মিটিংয়ের পূর্বে শমীকও বললেন, “আগামী ১৫ দিনের মধ্যে নতুন ঐক্যবদ্ধ বিজেপি দেখতে পাবেন।” অর্থাৎ, পুরনো-নতুন মিলিয়ে দল চলবে। দিলীপ এ দিন এও বলেন, ” যে কর্মসূচিতে আমার থাকার কথা আমি থাকি। আমি পদাধিকারী কর্মী নই। মেদিনীপুরের ভোটার আমি। সেখানে কর্মীদের সঙ্গে কাজ করছি। মেদিনীপুরের লোকও এসেছেন। আমরা জেলার সকল কার্যকর্তাও এসেছেন রাজ্য সভাপতিকে সম্মান দিতে।”

এক সময় এই দিলীপ ঘোষের নেতৃত্বেই একাধিক নবান্ন অভিযান হয়েছে। সেই সময় তাঁর সাথে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের মতো পুরনো নেতৃত্বদের দেখা যেত। আগামী ৯ ই আগস্ট আবার বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এবার শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি। আগামীকাল বিজেপি পুরোনো-নতুন সব কর্মী মিলিত ভাবে নবান্ন অভিযানে ঝাঁপিয়ে পড়বে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930