নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল কলকাতায় কর্মসূচীর নামে হাঙ্গামা করেছেন বলে জানান দিলীপ ঘোষ। এতোবড়ো হাঙ্গামা করে দিলাম কলকাতায় এরপর আর কি চাই!
সৌমিত্র খাঁ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখনো তিনি কোনো পদত্যাগ পত্র পাননি যখন পাবেন তখন তিনি মুখ খুলবেন”। বিচারপতির সরে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিমত, “তৃণমূল বিচার ব্যবস্থাতেও রাজনীতি করা ছাড়ছে না। কোর্টকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। বিচারপতি সরে দাঁড়াননি। হেয়ারিং করা হবে। উল্টে তাকে কালিমা লিপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে”।
জেলা স্তরে সমন্বয় ও প্রাক্তন জেলা সভাপতির শুভেন্দুর অনুষ্ঠানে উপস্থিত না থাকার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, “শুভেন্দুর অনুষ্ঠান কোনো সাংগঠনিক নয়। তার অনুষ্ঠান সাংগঠনিক সেখানে সকলে উপস্থিত ছিল”।
আজ গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের একটি বেসরকারী অতিথি আবাসে বিজেপির জেলা কার্যকরী বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সমস্ত নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেও বেশীরভাগ কর্মীই অনুপস্থিত ছিলেন। অবশ্য দিলীপ ঘোষ বৈঠকের পর নিজের বাড়ি কুলিয়ানাতে মায়ের সাথে দেখা করতে যান।
জেলা কার্যকরী বৈঠক থেকে সরাসরি মন্তব্য করলেন দিলীপ ঘোষ
Sponsored Ads
Display Your Ads HereShare
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল কলকাতায় কর্মসূচীর নামে হাঙ্গামা করেছেন বলে জানান দিলীপ ঘোষ। এতোবড়ো হাঙ্গামা করে দিলাম কলকাতায় এরপর আর কি চাই!
সৌমিত্র খাঁ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখনো তিনি কোনো পদত্যাগ পত্র পাননি যখন পাবেন তখন তিনি মুখ খুলবেন”। বিচারপতির সরে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিমত, “তৃণমূল বিচার ব্যবস্থাতেও রাজনীতি করা ছাড়ছে না। কোর্টকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। বিচারপতি সরে দাঁড়াননি। হেয়ারিং করা হবে। উল্টে তাকে কালিমা লিপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Hereশেখসুফিয়ান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “ও কে উকিল না বিচারপতি? ওর কোমরে দড়ি বেঁধে টেনে আনা উচিত।
Sponsored Ads
Display Your Ads Hereজেলা স্তরে সমন্বয় ও প্রাক্তন জেলা সভাপতির শুভেন্দুর অনুষ্ঠানে উপস্থিত না থাকার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, “শুভেন্দুর অনুষ্ঠান কোনো সাংগঠনিক নয়। তার অনুষ্ঠান সাংগঠনিক সেখানে সকলে উপস্থিত ছিল”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=RyWlGMY0IR8
আজ গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের একটি বেসরকারী অতিথি আবাসে বিজেপির জেলা কার্যকরী বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সমস্ত নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেও বেশীরভাগ কর্মীই অনুপস্থিত ছিলেন। অবশ্য দিলীপ ঘোষ বৈঠকের পর নিজের বাড়ি কুলিয়ানাতে মায়ের সাথে দেখা করতে যান।
TAGS:Dilip Ghosh commented directly from the district executive meeting
Sponsored Ads
Display Your Ads HereShare this article
Chayan Roy
Chayan Roy
Sponsored Ads
Display Your Ads Hereজানুয়ারীতে পাঁচ গ্রহ শনি রাশিতে প্রবেশ করতেই ভাগ্য পাল্টাবে ৩ রাশির
দুর্গাপুজোর পরই ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির
দোল পূর্ণিমাতেই এই পাঁচ রাশির উপর নেমে আসবে নেতিবাচক প্রভাব
প্রায় দু’বছর শনিদেবের রোষ চলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর
গুরুচন্ডাল যোগের কারণে এই রাশিতে চলবে অশুভ যোগ
অর্থলাভ করতে চলেছেন এই চার রাশির জাতকগণ
Sponsored Ads
Display Your Ads HereSponsored Ads
Display Your Ads Hereইডেনের পিচই এনে দিল ভারতের পরাজয়
প্রয়াত হলেন বিশ্বের শতবর্ষী ম্যারাথন রানার ফৌজা সিং
জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনে বড়ো সিদ্ধান্ত নিল BCCI
অলিম্পিকের ফাইনাল থেকে বাদ পড়লেন দেশীয় কন্যা বিনেশ ফোগাট