নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বাঙালী মানেই পর্যটনপ্রেমী। আর তাও যদি হয় কম খরচে কম সময়ে তাহলে তো আর কথাই নয়। তাই এককথায় সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার একমাত্র সেরা ঠিকানা দিঘা।
কিন্তু করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল দিঘা পর্যটন। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল দিঘা পর্যটন। তবে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের ঢল নামতে শুরু করে। তবে এবার ভোটের জেরে বন্ধ থাকছে দিঘা।
প্রথম দুই দফাতেই দিঘার কাঁথি ও নন্দীগ্রামে ভোট। মেদিনীপুরে ভোট হওয়ায় মার্চ মাসের শেষ সপ্তাহ দিঘা পর্যটক শুন্য হয়েই কাটবে। এর পাশাপাশি বিভিন্ন হোটেলও বন্ধ রাখা হলো। তাই আগত পর্যটকরাও নিজ নিজ গন্তব্যে পাড়ি দিয়েছে। আর কর্মীরাও নিজের নিজের জায়গায় ভোট দেওয়ার জন্য ছুটি নিয়েছে। সেই কারণেই এই বন্ধের কথা ঘোষণা করা হয়।
টানা লকডাউনের পর পুনরায় নির্বাচনের জেরে পর্যটকদের অভাবে বড়োসড়ো ধাক্কা খেয়ে মাথায় হাত হোটেল মালিকদের।