নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃগত চার দিনে বিহারের পশ্চিম চম্পারণ জেলার লাউরিয়া থানা এলাকায় বিষমদ পান করার ফলে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, গত ১৫ ই জানুয়ারী বিষমদের কারণে প্রথম মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে। এরপর একে একে আরো ছ’জনের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের অনুমান, এদের মধ্যে দু’জনের অন্য কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের অভিযোগের পরেই পুলিশ বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই দল তদন্ত রিপোর্ট জমা দেবে। উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। অথচ সেই রাজ্যেই বার বার বিষমদের কারণে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here