তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডণবিস

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ তৃতীয় বারের জন্য বৃহস্পতিবার বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। এদিন বিকেলবেলা দেবেন্দ্র ফডণবিস মুম্বইয়ের আজাদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে শপথবাক্য পাঠ করলেন। পাশাপাশি শিবসেনার প্রধান একনাথ শিন্ডে ও এনসিপির সভাপতি অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

শিন্ডের উপমুখ্যমন্ত্রীত্ব গ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরে টানাপড়েন চললেও শেষ অবধি শিন্ডেসেনা জানায়, “দেবেন্দ্র ফডণবিসের আমন্ত্রণ স্বীকার করে তাঁদের নেতা মন্ত্রীসভায় যোগ দেবেন। এদিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (এ) প্রধান রামদাস অঠওয়ালে হাজির ছিলেন।


পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা সহ প্রায় ৪২ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’র কোনো নেতাকে দেখা যায়নি। ‘মহাজুটি’র তরফে জানানো হয়েছে, ‘‘চলতি মাসেই মন্ত্রীসভার সম্প্রসারণ হতে পারে।’’


শিন্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, ‘‘উপমুখ্যমন্ত্রীত্ব গ্রহণে রাজী হলেও শিন্ডে স্বরাষ্ট্র দপ্তরের বিষয়ে এখনো অনড়। শিন্ডের যুক্তি, অতীতে গোপীনাথ মুন্ডে, আরআর পাটিল, জয়ন্ত পাটিল, ছগন ভুজবল, অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দফতর সামলেছেন। এমনকি, বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রের হাতে ছিল স্বরাষ্ট্র দফতরের ভার। তবে বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দফতর বণ্টনের সময় নতুন করে ‘সমস্যা’ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031