এবার আর জি কর কাণ্ডের বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি করলো স্বাস্থ্য দপ্তর
নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আর জি কর কাণ্ডের পর বেশ কিছু চিকিৎসক ও আধিকারিকের নাম প্রকাশ্যে আসছে। এমনকি ‘প্রভাবশালী’ তত্ত্বও উঠে আসছে। আর ওই তালিকায় এবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম উঠে এসেছে। এবার স্বাস্থ্য দপ্তর সেই বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরিয়ে কাকদ্বীপে পাঠায়।
সম্প্রতি নেটমাধ্যমে একটি অডিয়ো ভাইরাল হয়। আর ওই অডিয়োর সূত্র ধরেই বিরূপাক্ষ বিশ্বাসের নাম উঠে আসে। দাবী করা হয়, ওই অডিয়োর কণ্ঠস্বর তার। আর সেই অডিয়োতে হুমকি দিতে শোনা গিয়েছিল। অভিযোগ, ‘‘বর্ধমান মেডিক্যাল কলেজে চলত বিরূপাক্ষের ‘দাদাগিরি’। কথা না শুনলে তিনি হুমকিও দিতেন বলে অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।’’ বিরূপাক্ষ যদিও এই অডিয়োটি সাজানো বলে সমস্ত অভিযোগ উড়িয়ে দেন।
তার মধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োটি চিকিৎসক খুনের পরের বলেও দাবি করা হয়। সেখানে অনেককে এক সঙ্গে দেখা গিয়েছিল। অভিযোগ, খুনের ঘটনাস্থলে ঢুকে পড়েছিলেন বহিরাগতেরা। যা নিয়ে পুলিশ পরে ব্যাখ্যাও দেয়। তবে সেই ভিডিয়োতে না কি বিরূপাক্ষকে দেখা গিয়েছিল। তিনি কেন সেখানে গিয়েছিলেন, সে প্রশ্নের উত্তর এখনও অজনা।
অডিয়ো, ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিরূপাক্ষকে সরানোর দাবি ওঠে। সেই আবহেই স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে ওই চিকিৎসকের বদলির নির্দেশ দিল। জানানো হয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হচ্ছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিনিয়র আবাসিক চিকিৎসক হিসাবে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরেই এই সিদ্ধান্ত কার্যকর করার কথাও বলা হয়।
এই বদলি নিয়ে সরব বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের দাবি, বদলির নির্দেশনামায় দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন গত বছর ১১ অগস্টে তাঁকে সরানোর জন্য বলেছিল। শুধুমাত্র অভীক দে-র কারণেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশ বলবৎ করতে সাহস পাননি বলে অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র বিরূপাক্ষ নন, এ রকম অনেকেই আছেন যাঁরা অবৈধ ভাবে বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত আছেন।
অবিলম্বে সেই সব চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদের বদলির ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ। এই দাবিতেও সরব হয়েছেন আন্দোলনেকারীরা। বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা এ বার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব। চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, ‘‘বিরূপাক্ষের বদলির নির্দেশ ছিল ২০২৩ সালে ১১ অগস্ট। অথচ সেই বদলির নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক বছর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকলেন তিনি। হাসপাতালে আসতেন না বলেই জানি।’’