মিঠু রায়ঃ কলকাতাঃ প্রতিদিনই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ন’শো ছাড়িয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২৫ হাজার ছুঁয়ে ফেলবে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। বর্তমানে মোট ৮২৮ জন ডেঙ্গি আক্রান্ত রাজ্যের বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। পুজোর সময় ডেঙ্গি ও করোনা পরিস্থিতি সহ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবন সহ প্রতি জেলা সদরেও কন্ট্রোল রুম খোলা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবায় যাতে পর্যাপ্ত লোক থাকে স্বাস্থ্য দপ্তর থেকে তারও নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে উত্তর চব্বিশ পরগণায় ১ হাজার ১৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। হুগলীতে ৬৮৭ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে ৬২১ জন আক্রান্ত হয়েছেন। হাওড়ায় ৫৫৯ জন আক্রান্ত হয়েছেন।
আর উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়িতে সংক্রমণের হার বেশী। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহের তুলনায় ডেঙ্গি সংক্রমণের হার দুই শতাংশ কমেছে। যদিও দুর্গাপুজোর সময় এতো জনের ডেঙ্গি সংক্রমণ হওয়ার ঘটনাকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।