নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের বেলদায় কম্বল বিলি করতে গিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ শুরু করলেন। কর্মসূচীতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূলের তরফে দেউলীতে গো ব্যাক শ্লোগানও দেওয়া হয়।
এরপর দিলীপ ঘোষ অনুষ্ঠান মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘বেলদাকে পুরসভা করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। হয়তো ভাবছেন এখানে জিততে পারবেন না। বা পুরসভা চালানোর মতো টাকা নেই’’।
এর পাশাপাশি কলকাতা পুরভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘তৃণমূল যা বলছে নির্বাচন কমিশন তাই করছে। ভোট লুঠ হচ্ছে। বহু মানুষ ভোট দিতে পারেননি। নাগরিক অধিকার সুরক্ষিত নয়। তাই অটলবিহারী বাজপেয়ীজিকে দেখে শেখা উচিত সুশাসন কেমন হয়!’’
স্থানীয় তৃণমূল নেতা বঙ্কিমবিহারী দাসমহাপাত্র জানিয়েছেন, ‘‘এলাকায় কোনো উন্নয়ন হয়নি। মাঝে মাঝে বসন্তের কোকিলের মতো সাংসদ উদয় হন। আর গরীব মানুষকে শুধু কম্বল দিয়েই কি সমস্যার সমাধান হয়? এলাকায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন’’।
অবশ্য বিজেপি নেতা দেবগোপাল বেরা বলে দিয়েছেন, ‘‘এখনো তৃণমূল বেলদার দেউলীতে বিজেপিকে ভয় পাচ্ছে’’।