নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী ২২ শে জানুয়ারী উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন নয়াদিল্লির এমস অর্ধ দিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর আড়াইটে অবধি হাসপাতাল বন্ধ থাকবে। শুধু আপৎকালীন চিকিৎসা পরিষেবা চালু থাকবে। আজ এমস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘২২ শে জানুয়ারী সোমবার গোটা দেশে অযোধ্যায় রামালালার বিগ্রহের উদযাপন হবে। সেই উপলক্ষ্যে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রের সরকার কেন্দ্রীয় সরকারী দপ্তরে ছুটি ঘোষণা করেছে। সমস্ত কেন্দ্রের প্রধান, বিভাগীয় প্রধান ও শাখা দপ্তরগুলিকে কর্মীদের বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। তবে আপৎকালীন পরিষেবা চালু থাকবে।’’
প্রসঙ্গত, এদিন দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরেও দুপুরবেলা ২টো ৩০ মিনিট অবধি ছুটি থাকবে। দিল্লির লেফটেনান্ট গভর্নর ভিকে সাক্সেনা সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী সরকার অনুষ্ঠানের সম্প্রচার দেখার জন্য সমগ্র দেশের কেন্দ্রীয় সরকারী দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এমনকি বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে।
এর আগে বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের সরকারী দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত সরকার সমস্ত সরকারী দপ্তরে অর্ধদিবস ছুটি দিয়েছে। দুপুরবেলা ২টো পর্যন্ত সরকারী দপ্তরে কাজকর্ম বন্ধ থাকবে। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন।
আবার আসাম, উত্তরাখণ্ড, ছত্রিশগঢ়, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে মদের দোকানও বন্ধ থাকবে। পাশ্ববর্তী গোয়া, সিকিম সহ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতেও ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দ্বীপরাষ্ট্র মরিশাসেও সরকার হিন্দু সরকারী কর্মীদের দু’ঘণ্টা ছুটি দিয়েছে।