নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ আজ ভোরবেলা দিল্লি ও তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকার ঘর-বাড়ি এবং রাস্তাঘাট সর্বত্র কেঁপে উঠল। এর জেরে অনেকেই আতঙ্কে ঘুম থেকে উঠে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। আফগানিস্তানের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.৬ ছিল।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ভোরবেলা ভারতীয় সময় ৪টে ৪৪ মিনিট নাগাদ আফগানিস্তানে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের বাঘনাল থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ছিল। কিন্তু এই ভূমিকম্পের রেশ দিল্লিতে অনুভূত হয়েছে বলে অনেকে সমাজমাধ্যমে দাবী করেন। আফগানিস্তান প্রায়ই ভূকম্পনে কেঁপে ওঠে। যার ফলে সে দেশের নাগরিকেরা আতঙ্কে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
গত ২১ শে মার্চও আফগানিস্তানে ভূমিকম্প হয়। ওই সময় ভূকম্পনের মাত্রা ৫ ছিল। এর আগে ১৩ ই মার্চেও ভূকম্পন অনুভূত হয়। তবে তখন ভূকম্পনের মাত্রা তুলনামূলক কম ছিল। উল্লেখ্য, আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত এই দেশ বার বারই ভূকম্পনে কেঁপে ওঠে। এদিকে, এদিন আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিলিপিন্সে ভূকম্পন অনুভূত হয়। সেখানেও ভূকম্পনের মাত্রা ৫.৬ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here