নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ পুণে বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানটি আকাশে ওড়ার আগেই বিপত্তিতে পড়ে। বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে বিমানটির সাথে যাত্রীদের লাগেজ বোঝাই চলন্ত ট্র্যাক্টরের মুখোমুখি ধাক্কা লাগতেই বিমানের ডানা ও সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
সূত্রের খবর, এআই-৮৫৮ বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। আর ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু রানওয়েতে টেকঅফের ঠিক আগেই এই দুর্ঘটনাটি ঘটে যায়। আর এই দুর্ঘটনার ফলে যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর বিমানটি মেরামতির পর গন্তব্যের দিকে রওনা দেয়। তবে এই দুর্ঘটনার কারণে বিমানটি বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময় ছাড়তে পারেনি।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি জারি করা হয়নি। তবে এদিনের ঘটনায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে (ডিজিসিএ) এই দুর্ঘটনা ঘটলো কিভাবে সেই সব কিছুই খতিয়ে দেখা শুরু হয়েছে।