নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার রানাঘাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১ বৃদ্ধের দেহ। মৃতের নাম অরিজিৎ দাস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
গত কয়েক দিন ধরেই দুর্গন্ধ বার হচ্ছিল। বৃহস্পতিবার অতিষ্ঠ হয়ে ওঠেন রানাঘাটের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা খবর দেন থানায়। এলাকায় পৌঁছে দু্র্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই ফাঁকা বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ ইলেক্ট্রিকের কাজ করতেন। তিনি প্রায় দিনই মদ্যপান করতেন। সেই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। কয়েক দিন আগে অশান্তির কারণে বৃদ্ধের স্ত্রী তাহেরপুর থানা এলাকায় তাঁর বাপের বাড়িতে চলে যান। ওই দম্পতির কোনও সন্তান নেই। বৃদ্ধের মৃত্যুর খবর তাঁর স্ত্রীকে দেওয়া হয়েছে। তিনি খবর পেয়ে রানাঘাটের বাড়িতে ফিরে এসেছেন। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here