নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গনাঃ গতকাল তেলেঙ্গনার সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, তাতে ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে। প্রাথমিকভাবে আট থেকে দশ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আজ ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩৫ জন হয়েছে। উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়।
গতকাল সকালবেলা ৮টা ১৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে ওই বিস্ফোরণ ঘটতেই কর্মীরা ছিটকে যান। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা একের পর এক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন। আর একুশ জনকে স্থানীয় একটি হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। এগারো জন অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এখনো অবধি ন’জনের দেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন। এদিকে, ধ্বংসস্তূপের তলা থেকে একত্রিশ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর রাজা নরসিংহ জানান, “আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবর, কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে ওই বিস্ফোরণ হয়েছে। আপাতত নব্বই দিনের জন্য ওই প্লান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তেলেঙ্গনা সরকার বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।