কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদঃ শনিবার ভোররাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় ৪৩ বছর বয়সী মহম্মদ সাবির আলি প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের গোরাবাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় ছাগল ব্যবসায়ী। মহম্মদ সাবির আলি প্রতি শুক্রবারে নিয়মিত বীরভূমের সাঁইথিয়ায় ছাগলের হাটে ছাগল কিনতে যান। ঠিক তেমনই এই শুক্রবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। তিনি ছাগল কিনে বাড়ি ফেরার পথেই এই পথ দুর্ঘটনাটি ঘটে। খবর পেতে তারা ঘটনাস্থলেই ছুটে যান।
Sponsored Ads
Display Your Ads Hereতবে প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন, দ্রুত গতিতে আসা কোনো গাড়ি পেছন দিক থেকে এসে তার গাড়িকে ধাক্কা মারে।
এই পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।