নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মুম্বইয়ের লালবাগ এলাকায় এক জন প্রৌঢ়ার প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম বীণা জৈন। বয়স ৫৩ বছর।
সূত্রের ভিত্তিতে দীর্ঘ দিন ধরে বীণা দেবী নিখোঁজ থাকায় গতকাল ভাই ও ভাইপো কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে মৃতার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়িতে থাকা আলমারির ভিতর থেকে প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার করেন৷ কিন্তু মৃতদেহের প্রায় সম্পূর্ণ অংশই পচে গিয়েছে। ট্যাঙ্কের ভিতর থেকে স্টিলের বাক্সও উদ্ধার হয়। যেখানে মৃতদেহের কাটা হাড় এবং মাংস রাখা ছিল।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ছেলে রিম্পল মাকে খুন করে মৃতদেহ প্লাস্টিকে মুড়িয়ে আলমারির ভিতর রেখে দিয়েছিল। এই ঘটনায় রিম্পলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। তবে বীণা দেবীর মৃত্যু হয়েছে কিভাবে তা নিয়ে যথাযথ ভাবে তদন্ত শুরু করা হয়েছে।