নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার টুকুরিয়াপাট গ্রামে বাড়ি থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতরা ৪৩ বছর বয়সী অশোক কল্যা ও ৩৮ বছর বয়সী কেকা কল্যা। কেকা দেবী এবং অশোকবাবুর এক ছেলে-দুই মেয়ে রয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিত্যদিনের মতো মঙ্গলবার রাতেরবেলা ওই দম্পতি খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। গতকাল পরিবারের সদস্যরা কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলতেই কেকা দেবীর রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন ও অশোকবাবুর দেহ গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আনন্দপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছেন, দীর্ঘ দিন থেকে অশোকবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। আর পারিবারিক অশান্তি লেগেই থাকত।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে, স্ত্রীকে খুন করে স্বামী নিজেই আত্মঘাতী হয়েছেন। যদিও পুলিশ পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন।