বাপি মিত্র কলকাতাঃ আগে থেকেই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকারী কর্মীদের চার শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা হয়েছিল। আগামী ১ লা এপ্রিল থেকে বর্ধিত এই মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। আর পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আজ নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। বর্তমানে রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে আঠারো শতাংশ হয়েছে।
এদিন, রাজ্য অর্থ দপ্তর একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, “রাজ্য সরকারী কর্মচারী সহ পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাদেরও মহার্ঘ ভাতা বেড়ে আঠারো শতাংশ হয়েছে।” কিন্তু রাজ্যের মহার্ঘ ভাতা বাড়লেও এখনো রাজ্যের সাথে কেন্দ্রের মহার্ঘ ভাতার ব্যবধান পঁয়ত্রিশ শতাংশ থাকছে। এদিকে, দীর্ঘ দিন থেকে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার বৃদ্ধির দাবীতে রাজ্য কর্মচারীরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। এমনকি অনেকদিন ধরেই সেই মামলার সওয়াল-জবাবও চলছে। পাশাপাশি, তারা কর্মবিরতিও পালন করেছিলেন। উল্লেখ্য, এখনো অবধি ধর্মতলায় অনবরত এই অনশন-আন্দোলন অব্যাহত।
Sponsored Ads
Display Your Ads Here