ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ দিনের আলো ফুটতেই ইউক্রেনের রাজধানী কিভের ছবি একেবারে বদলে গেছে। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের উপর হামলার ঘোষণা করার পর থেকেই কিভেতে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে। বোমারু বিমানগুলি শহর কাঁপিয়ে উড়ে যাচ্ছে। শহর জুড়ে কেবল আপৎকালীন সাইরেনের আওয়াজ।
আর রুশবাহিনীর হামলা থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে বাঙ্কারগুলি প্রস্তুত রাখা হয়েছে যেখানে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের সামরিক এবং বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা বলেছিল।
তবুও আতঙ্কিত শহরবাসী নিজেদের প্রাণ রক্ষার্থে গাড়ি নিয়ে শহর ছাড়ছেন। এছাড়া যাদের শহর ছাড়ার উপায় নেই তারা মেট্রো স্টেশনগুলিকেই নিরাপত্তাস্থল হিসেবেই বেছে নিয়েছেন। ফলে মুহূর্তের মধ্যে মেট্রো স্টেশনগুলি যেন এক অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত হয়েছে। পাশাপাশি শহর জুড়ে শুকনো খাবার মজুত করে রাখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে।