পুলিশের অমানবিক আচরণে ক্ষুব্ধ জনতা
অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে করোনার বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। যোগী রাজ্যে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে।
করোনা পরিস্থিতিকে লাগাম টানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছু দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। কিন্তু এর মধ্যে রোগীর পরিবারের সদস্যরা তাদের রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। তাতে কোনো বাধা নেই।
তবে অতি সম্প্রতি উত্তরপ্রদেশের মুরাদাবাদ জনপদের কটঘর থানার কাছে পুলিশ প্রশাসনের এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, এক যুবক হাসপাতালের গেটে চিকিৎসার জন্য দাঁড়িয়েছিল কিন্তু মাস্ক পড়েনি। যুবককে আশেপাশের লোকজন ও উত্তরপ্রদেশের পুলিশ মাস্ক পড়ার জন্য অনুরোধ করলেও যুবকটি কথা না শুনে উত্তেজিত হয়ে পড়েন। এরপর পুলিশ পিস্তল নিয়ে এক যুবককে রাস্তার মধ্যে বেধড়ক মারধর করে। তারপর আশেপাশের লোকেরা অনেক চেষ্টা করে যুবকটিকে পুলিশের কাছ থেকে সরিয়ে দেয়।
এরপরই পুলিশ একজন মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনা হাসপাতালের সিসিটিভি ফুটেজেও সামনে উঠে এসেছে। পুলিশের এই ধরণের আচরণের পর উত্তেজিত জনতা সহ স্থানীয় লোকজন কটঘর থানায় বিক্ষোভ শূরু করেন।