নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ এবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) খোঁজে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)! আজ হিমাচল প্রদেশের শিমলায় চণ্ডীগড় ও শিমলার সিবিআই যৌথ উদ্যোগে এক জন ইডি অফিসারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। তিনি প্রধানত ইডির সহকারী ডিরেক্টর পদে রয়েছেন। অভিযোগ, ‘‘ওই ইডি আধিকারিক ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে গচ্ছিত রেখেছিলেন। আপাতত পলাতক রয়েছেন।’’ কিন্তু ইডি আধিকারিকের ভাইকে গ্রেফতার করে মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
সূত্রের খবর, সম্প্রতি সিবিআইয়ের চণ্ডীগড়ের দপ্তরে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তকারীরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি আধিকারিকের বাড়িতে পৌঁছান। এক জন সিবিআই আধিকারিকের কথায়, ‘‘ওই ইডি আধিকারিক ও তার ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। দু’জনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই শিমলায় ইডি আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়েছে।’’
ইতিমধ্যে অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট এক কোটি দশ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে চুয়ান্ন লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। যা ঘুষ হিসাবে নেওয়া হয়েছিল। ওই দিনই তার ভাইকে হেফাজতে নেওয়া হয়।এরপর ছোটা শিমলার স্ট্রবেরি হিল্সের রানি ভিলায় ইডি আধিকারিকের বাড়িতে হানা দিয়ে আরো ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, তদন্তকারীদের একটি দল শিমলায় ইডি দপ্তরেও গিয়ে সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার করেছে।