নিজস্ব সংবাদদাতাঃ হরিদ্বারঃ অতিবৃষ্টিতে উত্তরপ্রদেশের হরিদ্বারে গঙ্গার জল উপচে কুমির চলে আসছে। আর ভাসতে ভাসতে এলাকার ঘর-বাড়িতে ঢুকে পড়ছে। হরিদ্বারের রুরকি, খানপুর ও লাকসর এলাকায় অনেকগুলি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ফলে বাসিন্দারা তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
হরিদ্বারের বিভাগীয় বনাধিকারিক নীরজ বর্মা জানান, ‘‘নদী উপচে একাধিক কুমির সাঁতরে মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। অনেক ক্ষেত্রে কুমির বাড়ির ভিতরে ঢুকে বসেছিল। কিন্তু শেষ পনেরো দিনে প্রায় দশটি কুমির বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
হরিদ্বারের রেঞ্জ অফিসার দীনেশ নাউদিয়াল বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি কুড়ি জন সদস্যের ‘র্যাপিড রেসপন্স দল’ তৈরী করা হয়েছে। এর আগে এরকম পরিস্থিতি তৈরী হওয়ার পর দৈনিক বারোটি থেকে পনেরোটি করে সাপ ধরা পড়ছিল।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code