নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ নদীতে আস্ত কুমির সাঁতার কাটছে। ভিডিয়ো ভাইরাল হতেই হুগলীর গঙ্গা পাড়ের বাসিন্দাদের মধ্যে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বহু মানুষ কুমিরের ভয়ে গঙ্গায় স্নান করতে নামতে ভয় পাচ্ছেন। উত্তরপাড়া থেকে রিষড়া, কুমির নিয়ে সর্বত্র চিন্তা বাড়ছে। এলাকাবাসীদের দাবী, “প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।”
সম্প্রতি বাঁশবেড়িয়ায় গঙ্গার ঘাটে কুমির দেখা গিয়েছিল। এবার কোন্নগর থেকে উত্তরপাড়ায় কুমিরের দেখা পাওয়া গিয়েছে। কুমিরটির আকৃতি ছ’ থেকে সাত ফুট। বাঁশবেড়িয়ায় কুমিরের দেখা পেতেই প্রশাসনের তরফ থেকে মাইক নিয়ে প্রচার করে মানুষকে সচেতন করা হয়েছিল। বন দপ্তরও বিষয়টি সম্পর্কে অবগত। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, “অনেকেই গঙ্গার ঘাটে স্নান করেন। সবাই যাতে সাবধানতা অবলম্বন করেন সে বিষয়ে সচেতন করা হবে। ঘাটগুলিতে মাইকিং হবে। ব্যানার দিয়ে সতর্ক করা হবে। কুমির ধরতে বন দপ্তরের কাছে আবেদন করা হবে।”
এরইমধ্যে আবার শ্রাবণী মেলা শুরু হয়ে যাওয়ায় বন দপ্তর আধিকারিক তাপস দেব উদ্বিগ্ন। এই সময় প্রচুর ভক্ত শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকশ্বরের শিব মন্দিরের উদ্দেশ্যে যান। তাই তাপসবাবু পুণ্যার্থীদের আলাদা করে সতর্ক থাকার কথা বলে বলেন, “জেলা প্রাশাসনকে মাইক প্রচার করতে বলা হয়েছে। এসময় কুমির ডাঙায় আসে না। জলেই থাকে। যারা শ্রাবণী মেলায় আসবেন তাদের গঙ্গায় ঘাটে নামার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here