চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ২০২১-২০২২ সালের অর্থবর্ষের বাজেট পেশের পরই সমালোচনার মুখে পড়ল কেন্দ্র।
‘বাজেট দিশাহীন’ ঠিক এভাবেই নির্মলা সীতারমনের বাজেটের সমালোচনা করেছে তৃণমূল। তাদের মতে, কেন্দ্রের বাজেট আসলে দেশকে বিক্রি করে দেওয়ার বাজেট।
তৃণমূলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেছেন, “রেল বিক্রি হয়ে গেছে। বন্দর বিক্রি হয়ে গেছে। বিমানবন্দর বিক্রি হয়ে গেছে। বিমা ও সরকারী শিল্পও বেচে দেওয়া হয়েছে। এই বাজেটে দুস্থ, চাষী, সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়েছে। এতে ধনীরা আরও ধনবান হবেন। গরিবদের দারিদ্রতা আরো বাড়বে”।
তাঁর দাবী, “এই রাজ্য গ্রামীণ সড়ক নির্মাণে দেশের মধ্যে প্রথম। বাজেটে রাজ্যে ৬২৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা বলা হয়েছে। কিন্তু এই রাজ্যে ৫,১১১ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। ২০১৯-২০২০ সালে হয়েছে আরো ১১৬৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে”।
অপরদিকে কংগ্রেসও অর্থমন্ত্রীর বাজেটের তীব্র নিন্দা করেছেন। তাদের মতে, জিডিপির পতনের দিকে কেন্দ্র কোনো নজর দেয়নি।।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটের মাধ্যমে জানালেন, “অর্থমন্ত্রীর উচিত ছিল, চাহিদা বাড়াতে সরাসরি দুর্বল শ্রেণির হাতে অর্থ জোগানো এবং কর্মসংস্থানে জোর দেওয়া”।
মণীশ তিওয়ারি জানিয়েছেন, “এই বাজেটকে হতাশাজনক বলেছেন। এটা জাতীয় সম্পদ বিক্রির ছক। জিডিপি ৩৭ মাস ধরে ক্রমাগত কমছে। সেদিকে কোনো নজর নেই”।