মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত হলেন ক্রিকেটার জশ বেকার

Share

ব্যুরো নিউজঃ লন্ডনঃ মাত্র ২০ বছর বয়সেই ইংরেজ স্পিনার জশ বেকার প্রয়াত হলেন। তবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি ৷ বেন স্টোকস জশ বেকারের খেলার প্রশংসা করেছিলেন ৷ কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ারের হয়ে ভালো পারফর্মই করেছিলেন ৷

সূত্রের খবর, গত ১ লা মে বুধবার তিনি সমারসেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ৷ কিন্তু একদিন পরেই  আচমকা এই মৃত্যু হয় ৷ জশ বেকারের মৃত্যুর খবরে স্বভাবতই ইংল্যান্ডের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে ৷ উরস্টারশায়ারের তরফে বলা হয়েছে, “ক্লাব শোকস্তব্ধ। মাত্র কুড়ি বছর বয়সে জশ বেকার প্রয়াত।” প্রসঙ্গত, ১৭ বছর বয়স থেকে জশ বেকার উরস্টারশায়ারের হয়ে খেলা শুরু করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাইশটি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছিলেন। কাউন্টিতে এই ক্লাবের হয়ে পঁচিশটি ম্যাচে সাতাশটি উইকেট নিয়েছিলেন।


সব মিলিয়ে জশ বেকার ৪৭টি ম্যাচ খেলে ৭০টি উইকেট নিয়েছেন। জশ বেকারের ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘একজন স্কিলফুল স্পিন বোলারের থেকেও বেশী হচ্ছে ওঁর স্পিরিট ও ক্রিকেটের প্রতি ভালবাসা। ওঁর পেশাদারিত্ব এবং ব্যবহার জশ বেকারকে বাকিদের থেকে আলাদা করেছে ও এটাই ওঁকে স্মরণীয় করে রাখবে।’’



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930