নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অযোধ্যাপাড়া গ্রামে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সিপিএম নেতার ছেলের নিথর দেহ। মৃতের নাম সঞ্জীব মণ্ডল। বয়স ৪০ বছর। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, অযোধ্যাপাড়া গ্রামের বাসিন্দা সিপিএমের নেতা সিদ্ধেশ্বর মণ্ডল আউশগ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। কিছুদিন আগে সিদ্ধেশ্বরবাবুর বড়ো ছেলে সঞ্জীব মণ্ডল করোটিয়া গ্রামে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় কয়েকদিন থেকে বিষ্ণু মণ্ডল নামে এক জন বন্ধুর বাড়িতে থাকছিলেন। গতকাল বিষ্ণুর বাড়িতেই সঞ্জীবের দেহ পাওয়া যায়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, গ্রামে গাজনের উৎসব চলাকালীন বিষ্ণুর বাড়িতে মদের আসর বসেছিল। আর ওই আসরেই সঞ্জীবকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে আটক করে খুনের কারণ জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here