সন্দীপ ঘোষের জামিন হতেই প্রতিবাদে নেমেছে বাম-কংগ্রেস

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডে গতকাল ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন। আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও জামিন পেয়ে গিয়েছেন। আদালতের এই রায়ের পর নির্যাতিতার মা-বাবা সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। নব্বই দিন কেটে গেলেও সিবিআই চার্জশিট দিতে পারেনি না কেন? এখন সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে।

এদিকে, আদালতের রায়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মহানগরের রাস্তায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। বাম থেকে কংগ্রেস, প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে। কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তিও চলে। নিজাম প্যালেসের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। অন্যদিকে, ধর্মতলায় চিকিৎসক সংগঠনগুলিকেও প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে। আর করুণাময়ীতে এসইউসিআইকে এবং কলেজস্ট্রিটে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে।


‘তিলোত্তমা ভেব না, সেটিং হতে দেব না’, এই ব্যানার সামনে রেখে শ্লোগান চললো। এসএফআই নেতা দেবাঞ্জন দে স্পষ্ট করে জানান, “রাজ্য সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বিচার প্রক্রিয়া দেরী করানোর চেষ্টা করেছে। এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সিবিআইয়ের চার্জশিট দিতে দেরী হওয়ার কারণ কী এর উত্তর সিবিআইকে দিতে হবে।”


আবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ক্ষোভ উগড়ে সিবিআইয়ের বিরুদ্ধে সুর উঁচিয়ে বলেন, “এতদিন হয়ে গেল তাও সিবিআই চার্জশিট দিতে পারল না। অন্যায় হয়ে গেলে মানুষ বিচার চাইবে কোথায়?”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031