নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। যা মারাত্মক আকার ধারণ করেছে। আর এর মধ্যেই এসে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের মতে, আগামী ১১ ই মে থেকে ১৫ ই মে’র মধ্যে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। এই সময়ের মধ্যে গোটা দেশে ৩৩ থেকে ৩৫ লক্ষ মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। সেই সময় করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ১০ লক্ষ ছিল। এবার সেপ্টেম্বর মাসের আগেই সেই পরিসংখ্যান ছাড়িয়ে যেতে চলেছে।
যখন পুরো দেশ জুড়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে তাতে লাগাম টানতে দিল্লি, গোয়া, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কোথাও সাপ্তাহিক লকডাউন তো আবার কোথাও নাইট কারফিউ জারি করা হচ্ছে।
এর পাশাপাশি যাতে করোনার জেরে সমগ্র দেশ জুড়ে ফের লকডাউন চালু করতে না হয় এর জন্য সাধারণ মানুষকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভ্যাক্সিন নিলেও পড়তে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।