নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মহদিপুরের পিয়াসবাড়ি গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে দিদির গলা কেটে খুনের অভিযোগ উঠলো মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় দেহ থেকে মুণ্ড আলাদা হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃতের নাম রীতা মণ্ডল। বয়স ৩০ বছর।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দু’বছর আগে পিয়াস বাড়ি গ্রামের বাসিন্দা রীতার আসানসোলের দুর্গাপুরের বাসিন্দা রণজিৎ দাসের বিয়ে হয়েছিল। প্রায় একমাস আগে রীতা বাবার বাড়ি এসেছিলেন। সেখানেই সম্প্রতি দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সাথে বিবাদ চলছিল। আদালতে মামলাও হয়। গতকাল জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে।
ওই সময় অভিযুক্ত মামাতো ভাই টিঙ্কু মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে রীতার উপর চড়াও হয়ে গলায় কোপ মারে। এরপর সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপর ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে মৃ্তদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এদিকে, এই ঘটনার পর থেকে টিঙ্কু পলাতক। তবে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here