অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় আজ শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস অপরাধী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে রাজ্যকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। আর জরিমানার টাকা না দিলে পাঁচ মাস অতিরিক্ত কারাবাসের নির্দেশ জারি করা হয়েছে। নির্যাতিতার বাবা অবশ্য জানান, ‘‘ক্ষতিপূরণ চান না।’’ পাল্টা বিচারক বলেন, ‘‘আপনি মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। আইন বিধি মেনেই এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ।’’
সিবিআই এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনে করলেও বিচারক এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে মনে করেননি। চার্জশিটে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। যে সাক্ষীদের জেরা করা হয়েছে ও সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আইনজীবীরা যা নথি এবং তথ্য নিয়ে এসেছেন, তাতে তার অপরাধ প্রমাণিত বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত, ৯ ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয়। যা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়। ৪ ঠা নভেম্বর সিবিআই এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল। ১১ ই নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর ৯ ই জানুয়ারী তা শেষ হয়েছিল। প্রায় পাঁচ মাস পর ১৮ ই জানুয়ারী অর্থাৎ শনিবার সঞ্জয় দোষী সাব্যস্ত হয়। আজ সেই মামলায় ৬১দিনের মাথায় সঞ্জয় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে।