বেলঘরিয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলো কাউন্সিলরের ছায়াসঙ্গী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়ার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে ১ তৃণমূল কর্মী খুন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তেমন রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়ে যায়। মৃত যুবক দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল বলে জানা যাচ্ছে। মৃত যুবকের নাম রেহান খান। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতেরবেলা দুষ্কৃতীরা রেহানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। সারারাত গুলিবিদ্ধ অবস্থায় এলাকাতেই পড়েছিল। সকালবেলা সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ঘটনার খবর পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। ব্যবসায়িক কারণে এই খুন নাকি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে খুন হয়েছে তা জানতে তদন্ত চলছে।

তদন্তকারী এক জন অফিসার জানান, “এখানে বসে ও গল্প করছিল। একটা মদের বোতলও পাওয়া গিয়েছে। হয়তো মদ খাচ্ছিল। ওরা প্রোমোটিং করে বলে পরিবারের তরফে জানা গিয়েছে। আর প্রাথমিক তদন্তে নেমে জানা গিয়েছে যে, রেহানের ১১টা থেকে ১২টা অবধি পরিবারের সাথে কথা হয়। এরপর ভোরবেলা ৫টা ৩০ মিনিট নাগাদ দেহ উদ্ধার হয়। ঘটনার সময় কে কে ছিল, কারা এর পিছনে রয়েছে তার সব খোঁজ শুরু হয়েছে।”

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram