চয়ন রায়ঃ কলকাতাঃ পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লাফিয়ে লাফিয়ে টাকার অঙ্ক বাড়ছে। এর আগে ইডি (এনফোর্স ডিরেক্টরেট) এসএসসিতে ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে জানিয়েছিল। আর আজ আদালতকে জানালো যে, “এসএসসির দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে।”
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, “সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির খোঁজ করতে গিয়ে নতুন কয়েকটি সংস্থার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান খোদ পার্থ চট্টোপাধ্যায়ের কন্যা বাবলি চট্টোপাধ্যায়। আবার ওই সংস্থারই অছি পর্ষদের সদস্য জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর যখনই সম্পত্তির খোঁজ পাওয়া যায় তখন প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই অনুমান অনুযায়ী দেড়শো কোটি টাকা ছাপিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ভার্চুয়ালী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় আদালতে হাজির হন। আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিন চেয়ে আবেদন করেন। এই সময় সওয়াল-জবাব চলাকালীন ইডির আইনজীবীরা দাবী করেন, “আগে যে সম্পত্তি পাওয়া গিয়েছে, তা ছাড়াও আরো দু’টি নতুন সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে গত ১৪ ই সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের এই মামলার শুনানিতে রাসবিহারী কানেক্টরের কসবায় একটি সম্পত্তি ও ৮, যামিনী রায় রোডেও একটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here