নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আবারও শিরোনামে যোগী রাজ্য। বার বার খবরের শিরোনামে যোগী রাজ্যের নাম উঠে আসছে। কখনো মহিলাদের উপর নির্যাতন তো কখনো করোনা রোগীদের করুন বেদনাদায়ক কাহিনী।
আর এবার অতি সম্প্রতি উত্তরপ্রদেশের বলরামপুরে করোনা আক্রান্ত একটি মৃতদেহ ব্রিজ থেকে ছুঁড়ে ফেলা হয়। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বৃষ্টির দুপুরে দু’জন ব্যক্তি যাদের মধ্যে একজন পি পি ই কিট পরিহিত অবস্থায় করোনা আক্রান্ত একটি মৃতদেহকে ব্যাগ থেকে বের করে নদীর জলের মধ্যে ছুঁড়ে ফেলছে। আর সেই সময়ে গাড়িতে করে যাওয়া একজন ভিডিওটি করে। ক্যামেরাবন্দি এই ভিডিওটি প্রশাসনের প্রকাশ্যে আসতেই প্রশাসন সজাগ হয়।
বলরামপুরের চিফ মেডিকেল অফিসার ভিবি সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভিবি সিং জানিয়েছেন যে, “প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ২৫ শে মে ওই করোনা আক্রান্ত রোগীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ঠিক তিনদিন পর অর্থাত্ ২৮ শে মে ওই করোনা আক্রান্ত রোগীটির মৃত্যু হওয়ার পর নিয়মানুযায়ী মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ওই করোনা আক্রান্ত রোগীটির পরিবার মৃতদেহটি নদীতে ফেলে দিয়ে দায় সারতে চেয়েছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকি করোনা আক্রান্ত রোগীটির পরিবারের বিরুদ্ধে মহামারীর আইনের মামলা দায়ের করা হয়েছে”।