নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ রাজ্যজুড়ে এসইউসিআইয়ের ধর্মঘটের জেরে জেলায় জেলায় দলীয় কর্মী-সমর্থকরা পথে নেমেছেন। এই ধর্মঘটকে কেন্দ্র করে কোচবিহারে সকালবেলা থেকেই অশান্তি। এখানে পুলিশ এসইউসিআইয়ের মিছিল আটকালে বাম কর্মীদের সাথে তুমুল ধস্তাধস্তি হয়। দিনহাটায়ও বনধ সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক অশান্তি শুরু হয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও সকালবেলা থেকেই এসইউসিআইয়ের কর্মী-সমর্থকরা শহরে মিছিল ও পথ আটকে বিক্ষোভ চালাতে থাকে। মহাত্মা গান্ধী রোড এবং এনএস রোডে অবস্থান বিক্ষোভ চলায় যানচলাচল ব্যাহত হয়। তবে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর ও সিউড়ি সহ বীরভূম জেলা জুড়েও বনধে্র মিশ্র প্রভাব পড়েছে। এছাড়া বনধ্ সমর্থনকারীদের সাথে মেদিনীপুরের বেলদাতেও পুলিশের সাথে বচসা শুরু হয়। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে বনধে্র কোনোরকম প্রভাব দেখা যায়নি।