মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ দুপুরবেলা উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বারো নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দু’টি বাইকে ধাক্কা মেরে আচমকাই জাতীয় সড়কের উপরেই জ্বলতে শুরু করে। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনায় দু’জন বাইক চালক গুরুতর আহত হয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যাচ্ছে, কন্টেনারটি একটি অনলাইন ডেলিভারী সংস্থার পণ্য বহন করে। অভিযোগ, “গাড়িটি যশোর রোড ধরে দ্রুত গতিতে যাচ্ছিল। কিন্তু দ্রুত গতিতে থাকার ফলে কন্টেনারটি ডাকবাংলো মোড়ের কিছুটা আগে দু’টি বাইকে পর পর ধাক্কা মারে। তবে এরপরেও কন্টেনার চালক গাড়িটি না দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করেন। তখন কন্টেনারের তলায় একটি বাইকও আটকে গিয়ে বাইকটিতে আগুন ধরে গিয়েছিল। আর ওই সময় কন্টেনারের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে কন্টেনারটিকে ধাওয়া করে শেষমেশ এগারো নম্বর রেলগেট থেকে কলোনী মোড় পেরিয়ে হেলাবটতলার কাছে আটক করেন। এর পাশাপাশি ওই গাড়িটির চালককেও আটক করেন। যদিও ওই চালক অগ্নিদগ্ধ হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আর এই দুর্ঘটনার কারণে রাস্তায় যানজটের পরিস্থিতিও তৈরী হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here