"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কংগ্রেসকে ‘দিশাহীন’ বলে দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ এআইসিসির মুখপাত্র গৌরব বল্লভ কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ‘দিশাহীন ও সনাতন ধর্ম বিরোধী’ বলে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে চিঠি পাঠিয়ে প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন। আর বেলা গড়াতেই দিল্লির বিজেপির সদর দপ্তরে হাজির হন। এরপর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন।

এদিন গৌরব বল্লভ নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘‘কংগ্রেস দল আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’ পাশাপাশি রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলে লিখেছেন, ‘‘আমি সনাতন ধর্মের বিরোধী শ্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’’


এক্ষেত্রে দেশের সম্পদ সৃষ্টিকারী বলতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে বোঝাতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। যদিও গত বছর হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর গৌরব বল্লভ শিল্পপতি গৌতম আদানিকে নিয়েও বার বার এআইসিসির সাংবাদিক বৈঠকে সরব হয়েছিলেন। তারপর বিজেপিতে যোগ দেওয়ার পরে জানান, ‘‘চিঠিতে আমি আমার হৃদয়ের সমস্ত ব্যথা লিখেছি। যেভাবে অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পরেও তা প্রত্যাখ্যান করা হয়েছে, আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি। আশা করি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ক্ষমতা ও জ্ঞানের সদ্ব্যবহার করতে পারব।’’


এদিন গৌরব বল্লভার পাশাপাশি বিহার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিল শর্মাও বিজেপিতে যোগ দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031