নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের প্রতিবাদে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা দিল্লি, ত্রিপুরা, কর্নাটক রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে পথে নেমে বিক্ষোভ দেখালেন। রেল ও রাস্তাও অবরোধ করেন।
ফলে বিক্ষোভ আটকাতে কোথাও কোথাও দফায় দফায় সংঘর্ষ চলে। কোথাও বা দিল্লি পুলিশ লাঠি এবং জলকামানও ছোঁড়েন। এই ঘটনায় পুলিশ অজয় মাকেন, পি চিদম্বরম সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতাকে গ্রেফতার করেন। দুপুরবেলা সনিয়া গান্ধী ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য রওনা দেওয়ার পরেই এই উত্তেজনার পারদ আরো চড়তে থাকে।
অন্যদিকে পুলিশ বেঙ্গালুরুতে বিক্ষোভ আটকাতে লাঠি চালালে উত্তেজিত কংগ্রেস সমর্থকেরা কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠছে।
প্রসঙ্গত, গতকাল রাতেরবেলা থেকেই পুলিশ দিল্লির ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দ্পতরের সামনে লোহার ব্যারিকেডের প্রাচীর তৈরী করে প্রবেশে কড়াকড়ি শুরু করেন। কিন্তু সকালবেলা থেকেই আকবর রোডের অদূরে জমায়েত শুরু হয়। আর ধীরে ধীরে তা বাড়তে থাকে।